ওয়াইফাই (WiFi) কী? ওয়াইফাই এর পূর্ণরূপ কি এবং তার ব্যবহার ও সুবিধা এবং অসুবিধা কি কি? How does WIFI work and its uses and its advantages and disadvantages?

 

 WiFi (ওয়াইফাই) এর পূর্ণরূপ এবং তার ব্যবহার ও সুবিধা এবং অসুবিধা

ওয়াইফাই (WiFi) ওয়াই-ফাই হলো স্বল্প এরিয়ার (সর্বোচ্চ ১০০ মিটার) মধ্যে অবস্থিত ইলেক্ট্রনিক ডিভাইস গুলি তারবিহীন নেটওয়ার্ক সেবা প্রদানের জন্য ব্যবহৃত তারবিহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) প্রযুক্তি ইহা রেডিও ওয়েভ ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে নেটওয়ার্ক সেবা প্রদান করে

what is wi-fi
Wi-Fi 


Wi-Fi এর পূর্ণ অর্থ হলো- Wireless Fidelily মনে হলেও এর মূল অর্থ  High Fidelily. Wi-Fi এর অপর নাম ওয়ারলেস ইন্টারনেট এক্সেস ওয়াই-ফাই যোগাযোগ ব্যবস্থায় উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ ব্যবহার করা হয় ওয়াই-ফাই IEEE 802.11  স্ট্যান্ডার্ড ব্যবহার করে ডেটা আদান করে থাকে ইহা ইনডোরে ৩২ মিটার আউটডোরে ১০০ মিটারের মত নেটওয়ার্ক কভারেজ দিতে পারে এর কভারেজ এরিয়া একটি কক্ষ, একটি ভবন, একটি ক্যাম্পাস এরিয়া জুড়ে হতে পারে

ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য বা সুবিধা

. ওয়াই-ফাই যোগাযোগের ক্ষেত্রে উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ ব্যবহার করে ইহা হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে

. এটি Wareless Network এর জন্য প্রণীত স্ট্যান্ডার্ড IEEE 802.11B ব্যবহার করে

. এর কাভারেজ এরিয়া একটি কক্ষ, একটি ভবন কিংব একটি এলাকা জুড়ে হতে পারে

. ওয়াই-ফাইয়ের সংযোগের আলাদা ক্যাবলের প্রয়োজন হয় না ফলে স্বাচ্ছন্দে যে কোন স্থান হতে ব্যবহার করা যায়

 

ওয়াই-ফাই এর অসুবিধা

. ওয়াই-ফাই ডেটা স্থানান্তর গতি ল্যান-এর তুলনায় কম কিছু কিছু ক্ষেত্রে ডেটার নিরাপত্তা ঝুঁকি থাকে

. একটি নির্দিষ্ট এলাকার বাইরে সিগনাল কাভারেজ পাওয়া যায় না

 

What is WiFi
What does wi-fi mean

ওয়াই-ফাই এর ব্যবহার

. শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ইন্টারনেট সংযোগের জন্য ক্যাম্পাসে ওয়াই-ফাই ব্যবহার করা হয়

. বিমান বন্দরে, বাস স্টেশনে, রেল স্টেশনে, অফিসে, হোটেলে, রেস্তোরাঁয়, বাসা বাড়িতে ঝামেলাযুক্ত তারের পরিবর্তে ওয়াই-ফাই ব্যবহার করা হয়

ওয়াই-ফাই জোনঃ রাউটার ব্যবহার করে একটি নির্দিষ্ট এরিয়াতে কাজ করার জন্য ওয়াইফাই জোন তৈরি করা হয়  একটি ওয়াই-ফাই জোনে একটি বেজ স্টেশন থাকে যদি বেজ স্টেশনে হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ওয়াই-ফাই জোন এর মধ্যে যে কেউ সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবে তবে ওয়াই-ফাই জোন এর অ্যাক্সেস কী জানা থাকতে হবে যদি ওয়াই-ফাই জোনটি সবার জন্য উন্মুক্ত হয় তাহলে কোন অ্যাক্সেস কী এর প্রয়োজন হবে না

No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.